অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও মূল্য তালিকা প্রদর্শন না করায় চাঁদপুর শহরের পুরাণ বাজার তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর।
৯ জানুয়ারি মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে পুরান বাজারে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ি ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে প্রাইম ফুড প্রোডাক্টসকে ৭ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় জননী ট্রেডার্সকে ৩ হাজার টাকা এবং একই অপরাধে মেসার্স বিপ্লব পালকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন পুরান বাজার পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল। ভোক্তার অধিকার
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১০ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur