চাঁদপুরে ৩ বছরের উন্নয়ন কর্মপরিকল্পনা সভা

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে আগামী তিন বছরের উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি অবহিত করণ সংক্রান্ত সভা সোমবার (৩০ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনের কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স মাধ্যমে ২০১৫-১৬ অর্থ বছরের উন্নয়ন কর্মপরিকল্পনা জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ তাদের কাজের অগ্রগতি তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, ডিজিটাল হচ্ছে মানুষের মনস্তাত্ত্বিক পরিকল্পনা। আমাদের মন থেকে আগে দেশের উন্নয়নের জন্য কাজ করে দেশকে ডিজিটাল দেশ গড়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়িত করতে হবে। সরকার দেশের মানুষের জন্য সব সময় কাজ করে যাচ্ছে। দেশ আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে কাজ করছে। উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি মাধ্যমে দেশ সারা বিশ্বের আরো পরিচিতি লাভ করবে।এ কার্যক্রম বাস্তবায়িত করতে হলে কর্মকর্তারা সবসময় সাথে কাজ করতে হবে।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল হাই, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আক্তার হোসেন, জেলা মার্কেটিং অফিসার এনএন রেজাউল, জেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলী আহমেদ, জেলা পল্লী উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জুয়েল আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মহন্ত, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার আশ্রাফ চৌধুরী প্রমুখ।

আনোয়ারুল হক
: আপডেট, বাংলাদেশ সময় ১০:০০ পিএম, ৩০ মে ২০১৬, সোমবার
ডিএইচ

Share