চাঁদপুর

চাঁদপুরে ৩ ডাকাতের কারাদণ্ড ও দুসাজাপ্রাপ্ত আসামী আটক

চাঁদপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩ ডাকাতকে সাজা ও অর্থদন্ড দিয়েছে। বুধবার চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ নুরে আলম এ রায় দেন। আদালত সুত্রে জানা যায়, কুমিল্লা জেলার বড়ুরা উপজেলার আব্দুল মোতালেব,ওমর ফারুক ও মোঃ শাহাদাৎ নামের ৩ ডাকাতকে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ১০

হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।এর সাথে অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণড দেওয়া হয়েছে।

এছাড়া ওইদিন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৫টি মামলায় ৪০ জনের সাক্ষ্য নেওয়া হয়। সেই সাথে উভয় পক্ষের সমঝোতায় মোট ১০টি মামলার আপোস করা হয়।

এদেিক মাদক মামলায় ২বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ মাসুদ চাপলাশি (৩৮) কে গ্রেফতার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের ডিসি অফিস সংলগ্ন এশিয়ান হোটেলের সামনে থেকে মডেল থানার এএসআই আবু হানিফ ও সঙ্গীয় ফোর্সসহ এই আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ মাসুদ চাপলাশি চাঁদপুর শহরের জিটি রোড উত্তরের মোঃ সিরাজ চাপলাশির ছেলে।

এএসআই আবু হানিফ জানায়, চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত ২৩ অক্টোবর জিআর ১৬/২০১৬ মামলায় দোষী সাব্যস্ত করে মোঃ মাসুদ চাপলাশি কে ২ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল প্রদান করেন।

স্টাফ করেপন্ডেন্ট, ২০ নভেম্বর ২০১৯

Share