চাঁদপুর

চাঁদপুরে ৩ ঘন্টায় ১৫০ মিলিমিটার বৃষ্টি

‎Friday, ‎26 ‎June, ‎2015  01:48:18 AM
এম এ আকিব
চাঁদপুরে বৃহস্পতিবার রাত ৯টা হতে ১২টা পর্যন্ত টানা ৩ঘন্টায় ১শ’ ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রেকর্ড পরিমাণ এ বৃষ্টি চলতি বছরে সর্বোচ্চ বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
ধারণা করা হচ্ছে সাম্প্রতিক কালের রেকর্ডে এটিই সর্বোচ্চ বৃষ্টি। তবে এর পরিমাণ আরো বাড়তে পারে বলে দাবি করছে চাঁদপুর আবহাওয়া অফিস।

এদিকে বিরামহীন বৃষ্টিতে চাঁদপুর শহরের অধিকাংশ রাস্তা ঘাট তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যমতে শহরের বেশ কিছু নিচু এলাকায় কোথাও কোথাও হাঁটু পরিমান পানিবন্ধি হয়ে পড়েছে স্থানীয়রা।

তবে শহরে বেশ কিছু এলাকায় বসত ঘরে পানি প্রবেশ করে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা থাকলেও অপরিকল্পিত আবাসন গড়ে ওঠায় শহরের বিভিন্ন খাল ভরাট হয়ে গেছে। যার ফলে পানি আটকা পড়ায় শহরের বেশ কয়েকটি নব-নির্মিত রাস্তাঘাটের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অপরদিকে আশঙ্কা করা হচ্ছে শহরের বঙ্গবন্ধু সড়কটির বিভিন্ন স্থান ধসে পড়তে পারে। তবে গভীর রাত পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি।

চাঁদপুর টাইমস : এমএএ/ডিএইচ/২০১৫

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share