চাঁদপুর শহরের পুরাণবাজারে দীর্ঘ ৩৫ বছর পর আদালতের রায়ে নিজের দোকানের জায়গা ফিরে পেলেন ভুক্তভোগী পরিবার। স্থানীয়ভাবে আলোচিত এই ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলেন পূর্ব জাফরাবাদ এলাকার প্রয়াত এম এ সবুর পাটোয়ারীর ছেলে সোহেল পাটোয়ারী।
জানা যায়, সোমবার সকালে পুরাণবাজার লোহারপুল রয়েজ রোডে সোহেল পাটোয়ারীর পারিবারিক মালিকানাধীন ৫টি দোকান স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে দখলদারদের কাছ থেকে উচ্ছেদ করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খাঁন। সঙ্গে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। পুরো ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
সোহেল পাটোয়ারী জানান, সিএস, আরএস ও বিএস রেকর্ডে জায়গাটি আমাদের। কিন্তু প্রতিপক্ষরা পৌরসভার ভাড়াটিয়া সাজিয়ে ভুয়া কাগজপত্র বানিয়ে তিন দশকের বেশি সময় জায়গা দখল করে রেখেছিল। শেষ পর্যন্ত আমরা দেশের সর্বোচ্চ আদালত থেকে রায় পাই। সেই রায়ের ভিত্তিতেই জায়গা বুঝে পেলাম।
সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খাঁন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রকৃত মালিকের কাছে জায়গাটি হস্তান্তর করা হয়েছে। আইন অনুযায়ী সব প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে চলে আসা এই জমি বিরোধ ও আদালতের রায় কার্যকরের ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এতে প্রমাণ হয়েছে, ন্যায়বিচার পেতে সময় লাগলেও দেশের বিচারব্যবস্থা এখনো নিরীহ মানুষের পক্ষে দাঁড়ায়।
এই ঘটনায় প্রশাসনের দৃঢ় ভূমিকা ও আদালতের নির্দেশ বাস্তবায়নকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। একই সঙ্গে এটি অন্য ভুয়া মালিকানা দাবিদারদের জন্য একটি বার্তা বলেও মনে করছেন অনেকে।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ২১ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur