চাঁদপুরের সব উপজেলা ও পৌরসভায় পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরে ৩৩ এতিমখানা,মাদ্রাসা ও মন্দিরে ৩৫ মে.টন চাল বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখা । ঈদুল ফিতরে চাঁদপুরে ৩৩ এতিমখানায় ৩৫ মে.টন চাল বরাদ্দ চাঁদপুর ত্রাণ ও পুনবার্সন শাখা এতিমখানার এতিমদের খাবারের জন্যে বরাদ্দ প্রদানের বিষয়টি ২২ জুন চাঁদপুর টাইমসকে নিশ্চিত করেন।
প্রাপ্ত তথ্য মতে,চাঁদপুর সদরে ৫ মাদ্রাসা,এতিমখানা ও ১ মন্দিরে ৬ মে.টন চাল,মতলব দক্ষিণ ও পৌরসভার ৩ মাদ্রাসা,এতিমখানা ও ১ মন্দিরে ৪ মে.টন চাল,ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভার ৭ মাদ্রাসা ও এতিমখানা ৭ মে.টন চাল,হাইমচরের ৩ মাদ্রাসা ও এতিমখানায় ৩ মে.টন চাল, হাজীগঞ্জের ৪ এতিমখানা ও মাদ্রাসায় ৪ মে.টন চাল, শাহারাস্তির ৪ মাদ্রাসা ও এতিমখানায় ৪ মে.টন চাল, কচুয়া উপজেলা ও পৌরসভার ৩ মাদ্রাসা ও এতিমখানায় ৪ মে.টন চাল,মতলব উত্তর ও ছেঙ্গারচর পৌরসভার ৪ মাদ্রাসা ও এতিমখানায় ৪ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
প্রতিবেদক : আবদুল গনি
আপডেট,বাংলাদেশ সময় ৪ :৪৫ পিএম, ২৪ জুন ২০১৭,শনিবার
এজি