Home / কৃষি ও গবাদি / চাঁদপুরে ৩২টি সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক মাস সমাপ্ত
চাঁদপুরে ৩২টি সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক মাস সমাপ্ত

চাঁদপুরে ৩২টি সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক মাস সমাপ্ত

কোনো শক্তি নেই সাংস্কৃতিক মাস বন্ধ করবে : চাঁদপুর জেলা প্রশাসক

চাঁদপুরের সাংস্কৃতিক কর্মীদের দেখে মনে হয় তারা অনেক উদ্বুদ্ধ : পুলিশ সুপার শামসুন্নাহার

ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে ৩২টি সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হলো সাংস্কৃতিক মাসের সমাপণি ও পুরষ্কার বিতরণি অনুষ্ঠান সোমবার সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

সমাপনি ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক  মো. আব্দুস সবুর মন্ডল।

তিনি বলেন, কোনো শক্তি নেই সাংস্কৃতিক মাস বন্ধ করবে। এটা কারো ব্যক্তি দয়া বা দান নয়। এ বছর যে অর্থ যোগান হয়েছে আগামী উৎসবের জন্য সেখান থেকে ৬০ হাজার টাকা সঞ্চিত থাকবে। চাঁদপুরের সাংস্কৃতিক কর্মকান্ডে অনেক গুনি শিল্পী রয়েছে। এই শিল্পীদের ধরে রাখার জন্য একটা ফ্ল্যাটফ্রম দরকার ছিলো। সাং¯কৃতিক মাস সে ফ্ল্রাটফ্রম। মূলত সাংস্কৃতিক মাসের মূল উদ্দেশ্য হচ্ছে এই জেলার মেধাবী শিল্পীরা যেন সুযোগ পায়। নিজের প্রয়োজনেই সাংস্কৃতিক চর্চা করবে।’

জেলা প্রশাসক বলেন, ‘আমি নামে বিশ্বাসী নই। কোথায়ও আমার নাম না থাকলে আমি রাগ করবো না। দেশের এবং জাতির উন্নয়নে যা কিছু করার প্রয়োজন আমি তা করে যেতে চাই।’

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ শামসুন্নাহার বলেন, ‘জেলা প্রশাসনের সাংস্কৃতিক মাসের এই উদ্যেগকে আমি স্বাগত জানাই। চাঁদপুরের সাংস্কৃতিক কর্মীদের দেখে মনে হয় তারা সাংস্কৃতিক কর্মকান্ডে অনেক উদ্বুদ্ধ আমরা অল্প কিছু সময়ের জন্য প্রশাসনিক দায়িত্ব নিয়ে আসবো কিন্তু এই সাংস্কৃতিক আয়োজন ধরে রাখার দায়িত্ব আপনাদের। সাংস্কৃতিক মাস আরো সমৃদ্ধশালী হয়ে এগিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা।’

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য সাংবাদিক শরীফ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল হাই,  জেলা কালচারাল অফিসার আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা বিশিষ্ট চিকিৎসক ডা: সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত, অনন্যা নাট্যগোষ্ঠির সভাপতি শহীদ পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারন সম্পাদক সোহেল রুশদী, প্রকৌশলী দেলোয়ার হোসেন, বিশিষ্ট নাট্যকার লিটন ভূইয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক তপন সরকার, চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশীদ, কবি ও লেখক ডা. পীযূষ কান্তি বড়ুয়া প্রমুখ ।

সাংস্কৃতিক মাসের পুরস্কার বিতরণি পর্বে চাঁদপুরের ৩২ টি নাট্য ও সাংস্কৃতিক সংগঠনকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সাংস্কৃতিক মাসের পর্দা উন্মোচন হয়। এক নাগাড়ে গত ২১ মে পর্যন্ত সাংস্কৃতিক কর্মীদের এই মহা আয়োজন চলমান থাকে। সাংস্কৃতিক মাসে উল্লেখিত ৩২ টি নাট্য ও সাংস্কৃতিক সংগঠন মনমুগ্ধকর নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

 

শরীফুল ইসলাম [/author]

:  আপডেট, বাংলাদেশ সময় ২:০০ এএম,  ৩১ মে  ২০১৬, মঙ্গলবার

ডিএইচ

Leave a Reply