চাঁদপুরে ৩০০ অসহায়ের হাতে শীতবস্ত্র তুলে দিলেন শিক্ষামন্ত্রী

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর আওতাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, চাঁদপুর কর্তৃক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এসব কম্বল ও হুইল চেয়ার বিতরণ করা হয়।

৪ জানুয়ারিবুধবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে শীতার্ত মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সময় অসহায় লোকদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশেই এখন শীতের তীব্রতা বেড়েছে। আজকে চাঁদপুরে এসে দেখলাম বেশ শীত অনুভূত হচ্ছে। আজকে যাদের শীত বস্ত্র দেওয়া হচ্ছে তাদের অনেকের হয়ত শীতবস্ত্র আছে। তারপরেও দরকার থাকতে পারে। এসব বিষয়গুলো চিন্তা করেই প্রধানমন্ত্রী চাঁদপুরের সাত হাজার মানুষের জন্য শীতবস্ত্র (কম্বল) পাঠিয়েছেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজীসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

পরে একই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ২৩ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

এদিন ২৩ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার ও ৩০০ অসহায় শীতার্ত ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করা হয়।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ৪ জানুয়ারি ২০২৩

Share