চাঁদপুর

চাঁদপুরে ৩দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু


মিজানুর রহমান রানা || আপডেট: ০৪:১৩ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০১৫, রোববার

সরকার উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও হাইমচর উপজেলায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে শুরু করে চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি পেভিলিয়ানে চাঁদপুর সদর, হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন এবং হাইমচর উপজেলা অডিটোরিয়ামে এসব মেলার আয়োজন করা হয়।

মেলায় একটি বাড়ি একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘুরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা কর্মসূচী বিষয়ে স্টল রয়েছে। সদর উপজেলায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মো. সাজ্জাদ হোসেন ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।

হাজীগঞ্জে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আঃ রশিদ মজুমদারের নেতৃত্বে উপজেলার চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। হাইমচর উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. সরোয়ার কামাল।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share