Home / চাঁদপুর / চাঁদপুরে ২ হাজার ৫০ কেজি পাঙ্গাশের পোনা ও অবৈধ চাই জব্দ 
হাজার

চাঁদপুরে ২ হাজার ৫০ কেজি পাঙ্গাশের পোনা ও অবৈধ চাই জব্দ 

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ২ হাজার ৫০ কেজি পাঙ্গাশের পোনা ও অবৈধ চাই জব্দ করা হয়েছে।

৪ মে বৃহস্পতিবার সকালে মেঘনা মোহনার বালুর চরে অভিযান চালিয়ে এসব জব্দ করে। 

অভিযানে চাঁদপুর কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলা মৎস্য অফিস ও কোস্ট গার্ড যৌথ মেঘনার বিভিন্ন স্থানে কয়েক ঘন্টা ব্যাপি যৌথ অভিযান পরিচালনা করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম।

কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, চাঁদপুরের মেঘনা নদীর বিভিন্ন স্থানে পাঙ্গাশের পোনা নিধন চলছে। এজন্য মৎস্য অফিসকে সাথে নিয়ে অভিযান চালিয়ে মেঘনায় পাতানো অবস্থায় ৬ টি পাঙ্গাশের পোনা নিধনের চাই ও আনুমানিক ২ হাজার ৫০ কেজি পাঙ্গাশের পোনা জব্দ করা হয়। 

তিনি জানান, পরবর্তীতে জব্দকৃত জীবিত পাঙ্গাশের পোনাগুলো মোহনা সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। আর মৃত পাঙ্গাশের পোনা স্থানীয় এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় এবং চাইগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

প্রতিবেদক: শরীফুল ইসলাম, ৪ মে ২০২৩