Home / চাঁদপুর / চাঁদপুরে ২ দিনব্যাপি শিশু মেলা শুরু
চাঁদপুরে ২ দিনব্যাপি শিশু মেলা শুরু

চাঁদপুরে ২ দিনব্যাপি শিশু মেলা শুরু

চাঁদপুরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের জিওবি খাতে ২ দিন ব্যাপী শিশু মেলা সোমবার (৯ এপ্রিল) উদ্বোধন হয়েছে।

জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে চাঁদপুর স্টেডিয়ামের সম্মূখে গিয়ে শেষ হয়।

পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি।

জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) মো. বেলায়েত হোসেন।

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা সিভিল সার্জন ডা. মো. সাইদুজ্জামান, চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনোয়ারুল আজিম, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।

আলোচনা সভা শেষে অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। মেলায় মোট ১৬ টি স্টল রয়েছে।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক