Home / চাঁদপুর / চাঁদপুরে ২৯৫ কোটি টাকা ব্যয়ে সওজের ৪ প্রকল্প বাস্তবায়ন
চাঁদপুরে ২৯৫ কোটি টাকা ব্যয়ে সওজের ৪ প্রকল্প বাস্তবায়ন

চাঁদপুরে ২৯৫ কোটি টাকা ব্যয়ে সওজের ৪ প্রকল্প বাস্তবায়ন

চাঁদপুরে ২০১৭-’১৮ অর্থবছরে ২৯৫ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে সড়ক বিভাগের (স ও জ) ৪ টি প্রকল্প বাস্তবায়ন এগিয়ে চলছে। এ সব এডিপিভূক্ত প্রকল্পগুলোর কাজ গড়ে ৮৫% সম্পন্ন হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ চাঁদপুরে দেয়া এডিপিভূক্ত প্রকল্পের জানুয়ারি মাসের এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত সূত্র মতে,৮৭ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে মতলব ধনাগোদা নদীর ওপর মতলব সেতু শীর্ষক প্রকল্পটির ৯৫% কাজ সমাপ্তের পথে এগিয়ে যাচ্ছে।

চলতি বছরের ৩০ জুনের মধ্যে চাঁদপুরের সবচাইতে বড় এ প্রকল্পটির কাজ সম্পন্ন হবে ২৪ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে চাঁদপুর-নানুপুর-চান্দ্রা-কামতা বাজার- রামগঞ্জ চাঁদপুর জেলার অংশের কাজ ৯৯% সম্পন্ন হয়েছে।

গৌরিপুর-কচুয়া-হাজীগঞ্জ সড়কের বাঁক সরলীকরণসহ ৪৪ মি.দৈর্ঘের ৩৫ কোটি ৩৪ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে সাচার সেতু ও ৪টি উল্লেখ্যযোগ্য আরসিসি কালভার্ট নির্মাণ প্রকল্পের কাজ ইতোমধ্যেই ৫৫% সম্পন্ন হয়েছে। গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কের যথাযথ মান ও প্রশস্থতা উন্নীতকরণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। এরইমধ্যে চাঁদপুর সওজ ওয়্যারল্যাস থেকে চাঁদপুর শহরের ইলিশচত্বর পর্যন্ত প্রায় ১ কি. মি. সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে।

এ সব প্রকল্পগুলো বাস্তবায়ন হলে মতলবসহ জেলা সদর চাঁদপুরের সাথে ঢাকা,সিলেট,চট্টগ্রাম,নোয়াখালী,ফেনী জেলার যোগাযোগ সহজ থেকে সহজতর হবে,সময় বাঁচবে ও কৃষিপণ্য পরিবহন সহজ হবে বলে সংশ্লিষ্ঠ একজন প্রকৌশলী চাঁদপুর টাইমসকে জানিয়েছেন। অপর এক প্রশ্নে তিনি জানান, মতলব সেতুর কাজ সম্পন্ন হওয়া মাত্রই সম্ভবত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করতে পারেন ।

প্রতিবেদক: আবদুল গনি
আপডেট, বাংলাদেশ সময় ৭:০০ পিএম,১০ ফেব্রুয়ারি ২০১৮,শনিবার
এইউ