পদ্মা-মেঘনার চাঁদপুরের নৌ-সীমায় অভয়াশ্রম সফলকল্পে জেলা টাস্কফোর্সের ১০ দিনের কার্যক্রম চলছে। দশম দিনে ২৮ জেলেকে মা ইলিশ নিধনের দায়ে আটক করা হয়েছে। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, রোববার সকালে পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় জেলা টাস্কফোর্স। অভিযানে মোট ২৮ জেলেকে আটক করা হয়। দুপুর ২টার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয় দেওয়ান ভ্রাম্যমাণ আদালতে আটক ১৯ জেলের প্রত্যেককে এক বছর এবং বাকি ৯ জেলের প্রত্যেককে এক মাসের কারাদন্ড প্রদান করে।
আপডেট: ০৬:৪৩ পিএম, ০৪ অক্টোবর ২০১৫, রোববারচাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur