চাঁদপুর খাদ্য বিভাগ চলতি মৌসুমে ৮ হাজার ৭শ’ ৬৯ মেট্রিক টন ধান কিনবে। জেলায় মোট জনসংখ্যা ২৬ লাখ, খাদ্য চাহিদা জনপ্রতি ৫শ’ ৫০ গ্রাম
চাঁদপুর খাদ্যবিভাগ সূত্রে জানা যায়, সব ক’টি উপজেলা খাদ্য বিভাগ হারাহারিভাবে প্রতি কেজি ২৩ টাকা দরে সরাসরি তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে এসব ধান কিনবে।
সরকারিভাবে ৫ মেট্রিক টন থেকে চলতি বছরের ধান কেনার নির্দেশ রয়েছে।
এছাড়াও চাঁদপুর খাদ্য বিভাগ কেজি প্রতি ৩২ টাকা হারে অনুমোদিত ১৭ টি চাতাল মালিক থেকে চাল কিনবে।
খাদ্য বিভাগ সূত্রে আরো জানা যায়, চাঁদপুরে সিএসডি গোডাউনের ধারণ ক্ষমতা ৮ হাজার মেট্রিক টন, হাইমচর ব্যতীত অন্যান্য উপজেলা গোডাউনগুলি ৭ হাজার মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন ।
চাঁদপুরে মোট জনসংখ্যা ২৬ লাখ, এ জেলায় জনপ্রতি দৈনিক খাদ্যের প্রয়োজন ৫ শ’ ৫০ গ্রাম।
সবমিলিয়ে জেলাবাসীর গম, চাল ও ভূট্টা খাদ্য হিসেবে প্রয়োজন প্রায় সাড়ে ৪ লাখ মেট্রিক টন।
: আপডেট, বাংলাদেশ সময় ০৯:৫০ পিএম, ২৯ মে ২০১৬, রোববার
ডিএইচ