Home / শীর্ষ সংবাদ / চাঁদপুরে ২৫ হাজার বিধবা স্বামী নিগৃহীতা দু:স্থ মহিলা ভাতা পাচ্ছে
social-development-...
ফাইল ছবি

চাঁদপুরে ২৫ হাজার বিধবা স্বামী নিগৃহীতা দু:স্থ মহিলা ভাতা পাচ্ছে

চাঁদপুরের ৮ উপজেলায় ২০১৯-২০ অর্থবছরের জুন পর্যন্ত ২৫ হাজার জন বিধবা স্বামী নিগৃহীতা দু:স্থ মহিলা ভাতা পাচ্ছে। চাঁদপুরে সমাজ সেবা অধিদপ্তরের অধীন সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে বিধবা স্বামী নিগৃহীতা দু:স্থ মহিলা ভাতা একটি ।

চাঁদপুরে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতার এ তথ্য সমাজসেবা অধিদপ্তর থেকে জানা গেছে ।

প্রাপ্ত তথ্যমতে , সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৮ উপজেলায় ২০১৯-২০ অর্থবছরের জুন পর্যন্ত চাঁদপুর সদরের ১৪টি ইউনিয়নে স্বামী নিগৃহীতা দু:স্থ মহিলা ভাতা পাচ্ছেন ৩,১৭৩ জন , কচুয়ার ১২টি ইউনিয়নে ৩,২৯২ জন, শাহরাস্তির ১০টি ইউনিয়নে ২,৫৫৯ জন, হাজীগঞ্জের ১১টি ইউনিয়নে ৩,২৩৮ জন, মতলব দক্ষিণের ৬ টি ইউনিয়নে ২,১০৭ জন, মতলব উত্তরের ১৫টি ইউনিয়নে ৩,৬১৬ জন, ফরিদগঞ্জের ১৬টি ইউনিয়নে ৪,৩৮০ জন ও হাইমচরের ৬টি ইউনিয়নে ১,৭৬৪ জন এবং শহর সমাজ সেবা বিভাগে ৮২৯ জন এ ভাতার অন্তর্ভূক্ত রয়েছে।

২০২০-২১ অর্থবছরে আগের মতই স্বামী নিগৃহীতা দু:স্থ মহিলা ভাতা ৫শ টাকা করে মাসিক ভাতা পাবেন।

আবদুল গনি,১৯ সেপ্টেম্বর ২০২০