চাঁদপুরে ‘২৫ কোটি টাকা ব্যয়ে’ পানি শোধনাগার

চাঁদপুর পৌরসভার নগর উন্নয়ন সভা সোমবার সকাল সাড়ে ১১ টায় চাঁদপুর পৌর পাঠাগার ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ।

সভাপতির বক্তব্যে মেয়র বলেন, চাঁদপুর পৌরসভার ব্যবস্থাপনায় ২৫ কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগার নির্মিত হচ্ছে। আগামি ডিসেম্বরে তা চালু করা হবে। যা এ উপমহাদেশের একটি শ্রেষ্ঠ পানি শোধনাগার হবে।’

তিনি আরো বলেন, ‘চাঁদপুর শহরকে বসবাসের উপযোগী করে গড়ে তোলার জন্য পৌরবাসীকে সচেতন হতে হবে। আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টা থাকলে সকল সমস্যা সমাধান করা যাবে।’

চাঁদপুর পৌরসভার কর্মকর্তা মফিজুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তি জীবন কানাই চক্রবর্তি, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা: সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি জাহাঙ্গির আখন্দ সেলিম, বর্তমান সভাপতি সুভাষ চন্দ্র রায়, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার রুহুল আমিন, পৌর সচিব আবুল কালাম, অধ্যাপিকা মাসুদা নূর, ডা: মোস্তাফিজুর রহমান, ন্যাপ সভাপতি আবুল কালাম পাটওয়ারী প্রমুখ।

আশিক বিন রহিম

: আপডেট, বাংলাদেশ সময় ১০:৫০ পিএম, ৩০ মে ২০১৬, সোমবার
ডিএইচ

Share