চাঁদপুর

চাঁদপুরে ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৯ জনের করোনা শনাক্ত

চাঁদপুর জেলায় নতুন করে আরো ৪৯ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪১৪ জনে। নতুন এ খবরে আশার খবর হলো চাঁদপুর সদরের কেউ নেই।

সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্যে শাহরাস্তির ১৪জন, হাইমচরের ১০জন, মতলব দক্ষিণের ৮জন, হাজীগঞ্জের ৭জন, কচুয়ার ৬জন, মতলব উত্তরের ৩জন, ফরিদগঞ্জের ১জন। নতুন শনাক্তকৃতদের মধ্যে মৃত রয়েছেন ৩জন। এর মধ্যে হাজীগঞ্জের ২জন ও শাহরাস্তির ১জন রয়েছেন।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, শনিবার ৯৪টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৪৯টি করোনা পজেটিভ। নতুন ৪৯জনসহ জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১৩জন। এদের মধ্যে মারা গেছেন ৩২জন।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৪১৩জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৫৭জন, ফরিদগঞ্জে ৪৯জন, হাজীগঞ্জে ৪৯জন, শাহরাস্তিতে ৪৮জন, মতলব দক্ষিণে ৩৮জন, কচুয়ায় ২২জন, মতলব উত্তরে ১৯জন ও হাইমচরে ৩১জন।

এছাড়া জেলায় মোট ৩২জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১০জন, হাজীগঞ্জে ৭জন, কচুয়ায় ৪জন, ফরিদগঞ্জে ৪জন, শাহরাস্তিতে ৪জন, মতলব উত্তরে ২জন ও মতলব দক্ষিণে ১জন।

স্টাফ করেসপন্ডেন্ট, ১৩ জুন ২০২০

Share