চাঁদপুর নৌ-পুলিশের পৃথক অভিযানে ২২’শ কেজি জাটকা ইলিশসহ দুই মৎস্য ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত ২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের সাজা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে নৌ-পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাতেম আলী, ইন্সপেক্টর আবুল হোসেন, আলু বাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল হাই সঙ্গীয় ফোর্স নিয়ে ইব্রাহিমপুর ইউনিয়নের চরমকন্দী এলাকায় অভিযান চালায়।
এসময় ১৩টি ককসিটের মধ্যে মোড়ানো ১ হাজার কেজি জাটকা মাছ জব্দ করতে সক্ষম হয়। নৌ-পুলিশের সাথে সহযোগিতা করেন ১১নং ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কাসেম।
এদিকে, বৃহস্পতিবার রাত ১১টায় নৌ-পুলিশ মেঘনা নদীতে টিপু-৪ লঞ্চে অভিযান চালিয়ে ১২’শ কেজি জাটকা মাছসহ দুই মৎস্য ব্যবাসায়ীকে আটক করে। আটকৃত দু’জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদিদ ১ বছরের সাজা প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে বেশ কিছু মাদ্রাসা ও এতিমখানায় জব্দকৃত মাছ বিতরণ করা হয়েছে।
মাদ্রাসা ও এতিমখানায় জব্দকৃত মাছ বিতরণ করা হয়েছে।
||আপডেট: ১০:১৬ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০১৬, শুক্রবার
চাঁদপুর টাইমস /এমআরআর