উত্তাল পদ্মা মেঘনায় লঞ্চ ও নৌকা ডুবি থেকে রক্ষায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ২১জন বেসরকারি ব্যক্তিকে দিনব্যাপি ডুবুরি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বুধবার (8 আগস্ট) সকালে চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেডে এই প্রশিক্ষনের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা.দীপু মনি। এতে প্রশিক্ষণ দিয়ে সহায়তা করেন চাঁদপুর ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যরা।
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খাঁনের সভাপতিত্বে ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদ জামান, চাঁদপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা রতন দত্ত, চাঁদপুর মডেল থানার ওসি ওয়ালি উল্লাহ প্রমুখ।
প্রতিবেদক : করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur