চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। ৩১ মার্চ মঙ্গলবার বিকেলে শহরের পুরাণবাজার আড়ত পট্টিতে সমাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় ২০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী, জেলা মার্কেটিং অফিসার রেজাউল করিম, পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ মোঃ মাসুদ, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি,চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাহাজ্ব নাজমুল আলম পাটোয়ারী, সহ-সভাপতি পরেশ মালাকার, আলহাজ্ব শফি উল্লাহ পাটোয়ারী, আলহাজ্ব মোতালেব হোসেন মৃধা।
আলহাজ্ব আবুল বাশার কাশেম,শম্ভুনাথ সাহা, যুগ্ম সম্পাদক রোটা. রিপন সাহা, উপদেষ্টা আ. ব মল্লিক শানু, ব্যবসায়ী প্রতিনিধি ও ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মানিকসহ বাজারের ব্যাবসায়ী এবং লেবার সমিতির নেতৃবৃন্দ।
প্রতিবেদক:আশিক বিন রহিম,১ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur