স্টাফ করেসপন্ডেন্ট | আপডেট: ০৩:২২ অপরাহ্ণ, ২৫ আগস্ট ২০১৫, মঙ্গলবার
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের একটি টহলদল অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ থেকে ২লক্ষ ৪৭হাজার ৫শ’ বর্গমিটার অবৈধ কারেন্টজাল জব্দ করেছে।
মঙ্গলবার দুপুরে জব্দকৃত জালগুলো শহরের চৌধুরীঘাট ডাকাতিয়া নদীর পাড়ে কোস্টগার্ড জেটিতে মৎস্য কর্মকর্তার উপস্থিতে আগুনে পুড়িয়ে দেয়া হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নুরুজ্জামান শেখ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড টহল সদস্যরা সোমবার দিবাগত রাত ২টার দিকে চাঁদপুর মেঘনা মোহনায় ঢাকা-চাঁদপুরের মধ্যে চলাচলকারী এমভি প্রিন্স অব রাসেল লঞ্চে তল্লাশি চালিয়ে কারন্টেজালগুলো জব্দ করে।”
তিনি আরো বলেন, “কারেন্ট জালগুলোর আনুমানিক মূল্য ৬১ লাখ ৮৭হাজার টাকা। নৌ-পথে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫