Home / চাঁদপুর / চাঁদপুরে ১ লাখ ৮০০ মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি জাটকা জব্দ
চাঁদপুরে ১ লাখ ৮০০ মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি জাটকা জব্দ

চাঁদপুরে ১ লাখ ৮০০ মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি জাটকা জব্দ

চাঁদপুরে ১ লাখ ৮০০ মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার অ. লেফটেন্যান্ট এম নাসির উদ্দিন, (এক্স), বিএন-এর নেতৃত্বে চাঁদপুর কোস্টগার্ড সদস্য মো. কামরুজ্জামান, পিও-এর একটি অপারেশন দল শনিবার রাতে চাঁদপুরের মেঘনা মোহনায় অভিযান পরিচালনা করে।

এ সময় যাত্রীবাহী লঞ্চ ‘‘এমভি কর্নফুলী-১ এবং ধোলিয়া-১’’ হতে ১ লাখ ৮০০ মিটার কারেন্ট জাল এবং ৫০ কেজি জাটকা জব্দ করা হয়।

জব্দকৃত কারেন্ট জাল ও জাটকার আনুমানিক মূল্য ২০ লাখ ৩১ হাজার টাকা।

জব্দকৃত জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয় এবং জব্দকৃত জাটকা এতিমখানা, মাদ্রাসা ও অসহায় গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়।

কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার জানান, নৌ-পথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

|| আপডেট: ০৮:১৯ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারি ২০১৬, রোববার

এমআরআর