চাঁদপুরে ১ লাখ ৭৩ হাজার শিক্ষার্থীর মা প্রাথমিক উপবৃত্তি পাচ্ছে

চাঁদপুর জেলার ৮ উপজেলার ১,১৬৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ৭৩ হাজার ৮শ ৮৯ জন শিক্ষার্থীর মা প্রাথমিক উপবৃত্তির আওতাযর অন্তর্ভুক্ত রয়েছে ।

বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে ।

তথ্য মতে, চাঁদপুর সদরের ১৭৩ স্কুলে ৩০,৭৮৫ জন , হাজিগঞ্জ উপজেলার ১৫৮ স্কুলে ২৩ হাজার ৫২০ জন, ফরিদগঞ্জ উপজেলায় ১৯১ স্কুলে ২৯ হাজার ৮৯৭ জন , কচুয়া উপজেলায় ১৭১ স্কুলে ২৫ হাজার ২শ ৪, শাহরাস্তি উপজেলায় ১০৩ স্কুলে ১৬,৮৬৮ হাইমচরে ৭২ স্কুলে ১১,৭৮৪ মতলব উত্তর উপজেলার ১৮১ স্কুলে ২৫ হাজার ১৪৭ জন এবং মতলব দক্ষিণ উপজেলায় ১১৪ স্কুলে ১৮ হাজার ৩৪ জন শিক্ষার্থীর মা এ উপবৃত্তির অন্তর্ভূক্ত রয়েছে ।

২০১৯-২০ অর্থবছরের প্রতিটি স্কুলের শতভাগ ভর্তিকৃত শিক্ষার্থীর মা নিজ নিজ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পেয়ে থাকেন। ২০২০-২১ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের তালিকা প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে ।

আবদুল গনি, ২৪ সেপেটম্বর ২০২০

Share