চাঁদপুর

চাঁদপুরে ১ লাখ সাড়ে ৯ হাজার নতুন ভোটার

চাঁদপুরে নতুন আরো ১ লাখ ৯ হাজার ৪শ’ ৭২ ভোটার তালিকাভুক্ত হয়েছে। নির্বাচন অফিসের তথ্যমতে সারা জেলায় হালনাগাদ ভোটার তালিকা কার্যক্রম শেষে নয়া এ ভোটার যোগ হয়েছে। এখন চাঁদপুর জেলার মোট ভোটার ১৬ লাখ ২৫ হাজার ৪শ’ ৩৪ জন।

আগামি মার্চে সম্ভাব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুরাতনদের সাথে হালনাগাদ ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে নতুনদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচনের আগে পাওয়ার সম্ভাবনা কম বলে জানা গেছে। প্রাথমিক পর্যায়ে নতুনরা স্মার্ট কার্ড পাবেন। পর্যায়ক্রমে আগের ও বর্তমান হালনাগাদ ভোটারসহ ১৫ বছরের নাগরিকরাও স্মার্ট কার্ডের আওতায় আসবে।

চাঁদপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলায় ২৩ হাজার ৮শ’ ৪৩ জন, ফরিদগঞ্জ উপজেলায় ২০ হাজার ৪শ’ ৯৫ জন, হাজীগঞ্জ উপজেলায় ১৪ হাজার ৫শ’ ৩৯ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৮ হাজার ৪শ’ ১৮ জন, শাহরাস্তি উপজেলায় ১২ হাজার ৮১ জন, মতলব উত্তর উপজেলায় ১০ হাজার ২শ’ ৪৭ জন, হাইমচর উপজেলায় ৪ হাজার ৯শ’ ৭৯ জন এবং কচুয়া উপজেলায় ১৪ হাজার ৮শ’ ৭০ জন নতুন ভোটার অন্তর্ভূক্ত হয়েছেন।

অপরদিকে নতুন ভোটারসহ জেলায় মোট ১৬ লাখ ২৫ হাজার ৪শ’ ৩৪ জন ভোটার। এর মধ্যে চাঁদপুর সদরে ৩ লাখ ১৩ হাজার ২শ’ ৫৫ জন, ফরিদগঞ্জে ২ লাখ ৭৭ হাজার ৮শ’ ৯০ জন, হাজীগঞ্জে ২ লাখ ১৩ হাজার ২শ’ ১২ জন, মতলব দক্ষিণে ১ লাখ ৪৬ হাজার ২৭ জন, শাহরাস্তিতে ১ লাখ ৪৯ হাজার ৭শ’ ৯৫ জন, মতলব উত্তরে ২ লাখ ১২ হাজার ৬শ’ ৪ জন, হাইমচরে ৭৩ হাজার ১শ’ ৪০ জন এবং কচুয়ায় ২ লাখ ৩৯ হাজার ৫শ’ ১১ জন।

হালনাগাদে অন্তর্ভূক্ত ভোটাররা প্রথমবারের মত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আগামি মার্চে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে বলে জেলা অফিস সূত্রে জানা গেছে।

পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের মধ্যে দিয়েই নয়া ভোটাররা তাদের নাগরিক অধিকার নিশ্চিত করবে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রাষ্ট্রীয় কার্যক্রমে অংশ নেয়ার সুযোগ সৃষ্টি হবে তাদের। তবে নতুন ও পুরাতন ভোটাররা ইউপি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে চায়। উপজেলা ও পৌর নির্বাচনের মতো ভোটাধিকার হরণের কথা শুনতে চায় না তারা।

 : আপডেট ০৪:০৬পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৬, রোববার
ডিএইচ

Share