Wednesday, 27 May, 2015 9:34:49
আবদুল গনি :
চাঁদপুর জেলায় চলতি বছর ৮ উপজেলায় ১৫ হাজার ২ শ’ ৮৪ জন বিধবা ও স্বামী পরিত্যক্তা সরকারি ভাতার অন্তর্ভূক্ত হয়েছে। জেলা সমাজসেবা বিভাগ এসব ভাতার কার্যক্রম বাস্তাবায়ন করে থাকে।
জেলা সমাজসেবা বিভাগের প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর সদরে ২ হাজার ১শ’ ৩২ জন, হাইমচরে ১ হাজার ৯৫ জন, ফরিদগঞ্জে ২ হাজার ৬শ’ ৩৬ জন, কচুয়ায় ২ হাজার ৩৭ জন, শাহরাস্তিতে ১ হাজার ৫শ’ ৮৩ জন, হাজিগঞ্জে ১ হাজার ৯শ’ ৫৭ জন, মতলব উত্তরে ২ হাজার ১শ’ ৯০ জন, মতলব দক্ষিণে ১ হাজার ৩শ’ ৪ জন এবং চাঁদপুর শহর সমাজসেবা কেন্দ্রের মাধ্যমে ৩শ’ ৫০ জন এ ভাতার অন্তর্ভূক্ত রয়েছে।
সমাজসেবা বিভাগের একজন কর্মকর্তা চাঁদপুর টাইমসকে জানান, বিধবা ও স্বামী পরিত্যক্তারা স্ব-স্ব ইউনিয়নের ওর্য়াড নম্বারদের বাছাইকৃত তালিকা চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা সমন্বয় সভায় পাশ হওয়ার পর ঐ তালিকা সমাজ সেবা বিভাগে প্রেরণ করা হয়। এ তালিকার সদস্যরা ভাতার অন্তর্ভূক্ত হন।
উল্লেখ্য প্রতিমাসে একজন বিধবা কিংবা স্বামী পরিত্যক্তা মাসে ৪ শ’ টাকা হারে ৩ মাস অন্তর-অন্তর উক্ত টাকা উত্তোলন করে থাকে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ডিএইচ/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।