চাঁদপুর

চাঁদপুরে ১৫ বছর বয়সী ভোটারদের ছবি তোলার কার্যক্রম ২২ সেপ্টেম্বর

আবদুল গনি :
চাঁদপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যেই চাঁদপুরের সকল উপজেলায় ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। এ দফায় ১৫ বছর বয়সী ভোটারদের ছবি তোলার কাজ ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ।

চাঁদপুর জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, শাহারাস্তি উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম ২২ অক্টোবর শুরু এবং শেষ ১৭ নভেম্বর।

চাঁদপুর সদরে শুরু ১৯ নভেম্বর এবং শেষ ২০ ডিসেম্বর।

মতলব উত্তরে শুরু ১ জানুয়ারি ২০১৬ এবং শেষ ৪ ফেব্রুয়ারি।

কচুয়ায় শুরু ২২ অক্টোবর এবং শেষ ২৫ নভেম্বর।

হাইমচরে শুরু ৩ ডিসেম্বর এবং শেষ ১৮ ডিসেম্বর।

হাজীগঞ্জে শুরু ১ জানুয়ারি ২০১৬ এবং শেষ ৫ ফেব্রুয়ারি।

ফরিদগঞ্জে শুরু ৯ অক্টোবর এবং শেষ ২৫ নভেম্বর।

মতলব দক্ষিণে শুরু ১ জানুয়ারি ২০১৬ এবং শেষ ২৫ জানুয়ারি।

এসব এলাকার রেজিস্ট্রেশনকৃত নতুন ভোটারদের বয়স যখন ১৮ বছর যখন পূর্ণ হবে তখনই তারা ছবিযুক্ত ভোটার আইডি কার্ড পাবেন।

চাঁদপুর টাইমস- প্রতিনিধি/ডিএইচ/2015।

Share