চাঁদপুরে কৃষি বিভাগের ‘ফলদ বৃক্ষ রোপন পক্ষ’ উদযাপনে ৮২ হাজার ২শ ফলদ গাছ রোপণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আগামী ২২ জুন থেকে ৬ জুলাই চাঁদপুর জেলার ৮ উপজেলায় ২শ ৭৪ টি ব্লকের অধিন স্কুল,কলেজ,মাদ্রাসা ও বাড়ির আঙিনায় ফলদ ও ঔষধি বৃক্ষ রোপণ করার জন্যে উদ্বুদ্ধ করা হবে।
প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর সদরে ৪৩ টি ব্লকে ১২ হাজার ৯শ ফলদ ও ঔষধি বৃক্ষ,মতলব উত্তরে ৪৩ টি বøকে ১২ হাজার ৯শ, মতলব দক্ষিণে ১৯টি ব্লক ৫ হাজার ৭শ, হাজীগঞ্জে ৩৭ টি ব্লক ১১ হাজার ১শ, শাহরাস্তিতে ৬১ ব্লক ৯ হাজার ৩শ,কচুয়ায় ৩৭টি ব্লক ১১ হাজার ১শ,ফরিদগঞ্জে ৪৬ টি ব্লক ১৩ হাজার ৮শ, হাইমচরে ১৮টি ব্লক ৫ হাজার ৪শ ফলদ ও ঔষধি বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা রয়েছে ।
এ ব্যাপারে কৃষি বিভাগের একজন কৃষিবিদ চাঁদপুর টাইমসকে জানান, জেলায় কৃষিবিভাগের নির্ধারিত বøকের ভেতর মানুষকে ফলদ ও ঔষধি বৃক্ষ রোপণে প্রয়োজনীয় পরামর্শ দেবে।
প্রতিবেদক : আবদুল গনি
আপডেট,বাংলাদেশ সময় ৩:৩০ পিএম,৩০ মে ২০১৮, বুধবার
এজি