চাঁদপুরে ১৪ জনের করোনা শনাক্ত : আক্রান্ত বেড়ে ১২৯৯

চাঁদপুরে সোমবার আরো ১৪জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৬জন, মতলব দক্ষিণের ১জন, মতলব উত্তরে ৩জন, হাইমচরের ৪জন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৯৯জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৬৬জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

১৩ জুলাই সোমবার ৫৬টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৪টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ৪২টি নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১২৯৯জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫০২জন, ফরিদগঞ্জে ১৫৩জন, মতলব দক্ষিণে ১৪৭জন, হাজীগঞ্জে ১৩০জন, শাহরাস্তিতে ১২৮জন, হাইমচরে ৯৭জন, মতলব উত্তরে ৮৮জন ও কচুয়ায় ৫৪জন।

জেলায় মোট ৬৬জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৯জন, হাজীগঞ্জে ১৬জন, ফরিদগঞ্জে ৯জন, মতলব উত্তরে ৮জন, কচুয়ায় ৫জন, শাহরাস্তিতে ৫জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

করেসপন্ডেট ১৩ জুলাই ২০২০

Share