Home / চাঁদপুর / চাঁদপুরে ১৩ বছর পর ড্যাবের ইফতার মাহফিল
ড্যাবের

চাঁদপুরে ১৩ বছর পর ড্যাবের ইফতার মাহফিল

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ১৩ বছর পর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ)’ চাঁদপুর প্রেসক্লাব ভবনের নিচ তলায় ইফতার ও দোয়া মাহফিলের এ আয়োজন করা হয়।

ড্যাব চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃ মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. সৈয়দ আহমদ কাজল ও ড্যাব চাঁদপুরের সাধারণ সম্পাদক ডা.মোহাম্মদ মাহাবুবুল আলমের যৌথ সঞ্চালনায় ইফতারের পূর্বে বক্তব্য রাখেন ডা. জাহাঙ্গীর খান, অধ্যাপক ডাক্তার সালেহ আহমেদ, ডা. গফুর মিয়া।

এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম মান্নান, চাঁদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. হারুন,
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কেএম মাহাবুবুর রহমান, সুভাষচন্দ্র রায় প্রমুখ।

ইফতার মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

দোয়া পরিচালনা করেন চাঁদপুর কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতির মাওলানা ড. মোশারফ হোসাইন।

অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চাঁদপুরের চিকিৎসকবৃন্দসহ জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার, ১৬ মার্চ ২০২৫