চাঁদপুর নৌ পুলিশের অভিযানে ১২ জেলেকে আটক করা হয়েছে। ৬ মার্চ রোববার রাতে অভিযান চালিয়ে পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ মোঃ কামাল চৌধুরীর নেতৃত্বে নৌ পুলিশের এ এস আই মুনসুর হেলাল সঙ্গীয় ফোর্স নিয়ে জেলেদের কে আটক করে।
তাদের কাছ থেকে ৩ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। আটককৃত জাল পুরিয়ে ফেলা হয় ও জাটকা ইলিশ গরীব-অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
আটককৃতরা হলো রাজ্জাক আলীর ছেলে সালমান আলী, আবেদ আলী মুন্সির ছেলে মিলন আহমেদ, শাহজাহান সরদারের ছেলে সুজন মিয়া, ছামেদ বকাউলের ছেলে আলী বকাউল, কুদ্দুস মুন্সির ছেলে বাবুল মুন্সি, রশিদ বেপারীর ছেলে দুঃখু মিয়া, গোলাম হোসেনের ছেলে আলম হোসেন, আন্নু প্রধানের ছেলে লিটন প্রধান, কুদ্দুছ মাঝির ছেলে আঃ আলী, বিল্লাল হোসেনের ছেলে আবু সাঈদ, জিন্নত আলীর ছেলে ইসমাইল বন্দুকসী ও সফিক বন্দুকসীর ছেলে হাসান বন্দুকসী।
| আপডেট: ০৯:৫২ অপরাহ্ন, ০৭ মার্চ ২০১৬, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur