শিক্ষাঙ্গন

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরে ১২৪ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন

চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জেলার ৫টি নির্বাচনি এলাকায় ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ১২৪ কোটি ৪০ লাখ ৩ হাজার টাকা ব্যয়ে ২শ ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ সমাপ্ত করেছে।

প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর-১ কচুয়া-আসনে ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ হয়েছে। এর মধ্যে ৬টি কলেজ ভবন, ১৭টি স্কুল ভবন,৭টি মাদ্রাসা ভবন, ও ১টি পলিটেকনিক ইনিস্টটিউট ভবন নির্মাণ করেছে ১৭ কোটি ৩৯ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে।

মতলব উত্তর-দক্ষিণ ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠনের ভবন নির্মিত হয়েছে। ৮ টি কলেজ ভবন, ৩৩টি স্কুল ভবন, ৭টি মাদ্রাসা ভবন নির্মাণ সম্পন্ন করছে ২৮ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে।

চাঁদপুর সদর হাইমচর-আসনে ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মিত হয়েছে। ৮ টি কলেজ ভবন, ৩৩টি স্কুল ভবন, ১২টি মাদ্রাসা ভবন এবং ১টি অফিস ও ২ টি অন্যান্য ভবন নির্মাণ সম্পন্ন করছে ৪১ কোটি ৩৮ লক্ষ্য ৮১ হাজার টাকা ব্যয়ে।

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ- আসনে ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মিত হয়েছে। ৫ টি কলেজ ভবন, ২৩টি স্কুল ভবন, ৪টি মাদ্রাসা ভবন নির্মাণ সম্পন্ন করছে ১৬ কোটি ৭২ লক্ষ্য ৪৫ হাজার টাকা ব্যয়ে।

চাঁদপুর-৫ হাজীগনঞ্জ-শাহারাস্তি আসনে ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মিত হয়েছে। ৫ টি কলেজ ভবন, ৩৫টি স্কুল ভবন, ১১টি মাদ্রাসা ভবন নির্মাণ সম্পন্ন করছে ১৯ কোটি ৯৫ লক্ষ্য ৭ হাজার টাকা ব্যয়ে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের উপ-প্রকৌশলী স্বপন কুমার সাহা বলেন,‘এ প্রকল্পগুলো বাস্তবায়নেরর ফলে জেলার শিক্ষা ব্যবস্থায় একটি বৈপ্লিক পরিবর্তন সূচিত হচ্ছে । ভবনগুলো লেখাপড়ার মানন্নোয়নে যথেষ্ঠ সহায়ক ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের সুন্দর ও সুষ্ঠু পরিবেশে লেখাপড়ার সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরো বলেন,‘কারিগরি শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা নতুন ও উন্নত পরিবেশে পড়াশুনার সুযোগ পাবে। প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকগণ পাঠদানে স্বাচ্ছন্দ্যবোধ করবেন। সরকারের ‘রূপকল্প ২০২১’ ও ‘শিক্ষানীতি ২০১০’ বাস্তবায়নে ‘মানসম্মত শিক্ষার চ্যালেঞ্জ’ মোকাবেলায় ওই প্রতিষ্ঠানগুলো এগিয়ে থাকবে। (বাসস)

em>বার্তা কক্ষ
আপডেট, বাংলাদেশ সময় ৫:৩০ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৮,শনিবার
এজি

Share