ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাত থেকে বাঁচতে চাঁদপুরে ১১৭টি আশ্রয় কেন্দ্র্র খোলা হয়েছে। এ আশ্রয় কেন্দ্রে প্রায় চার হাজার মানুষ আশ্রয় নিয়েছে। ধীরে ধীরে এর সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন।
তিনি জানান, ইতিমধ্যে চাঁদপুরের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ৩ হাজার ৮শ ৫১জন মানুষ আশ্রয় নিয়েছেন। তাৎক্ষণিক চিকিৎসা সেবার জন্যে ১১৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া এসব কেন্দ্রের জন্য শুকনো খাবার সংগ্রহ করা হয়েছে। আশা করছি ‘মোরা’র প্রাথমিক অবস্থা কাটিয়ে উঠতে পারবো।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. আবদুস সবুর মন্ডল জানান, চাঁদপুরের প্রায় সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। জেলা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা চাঁদপুর শহরের প্রেসক্লাব সড়কস্থ ডিসির বাস ভবন থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বিভিন্ন উপজেলার ও ইউনিয়ন পর্যায়ে যোগযোগ রক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
এর আগে সোমবার রাতে চাঁদপু জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি টিম বড়স্টেশন মোলহেডে গিয়ে শহর রক্ষা বাঁধ পর্যবেক্ষণ করেন।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
আপডেট, বাংলাদেশ সময় ০৫ : ০০ পিএম, ৩০ মে ২০১৭, মঙ্গলবার
ডিএইচ