চাঁদপুর

চাঁদপুরে ১১তম দিনে টিকা গ্রহণ ২৪ হাজার : দেশে ১৮ লাখ

চাঁদপুরে বৃহস্পতিাবর বেলা ২ টা পর্যন্ক টিকা রেজিস্ট্রেশন হয়েছে ৩৬ হাজার ১ শ ৫৬ জন ।ঔ সময় পর্যন্ত টিকা গ্রহণ করেছে ২৪ হাজর ৮শ’৮৩ জন ।

আজ সাপ্তাহিক ছটির দিন বিধায টিকা প্রদান কার্যক্রম বন্ধ রয়েছে । শনিবার যথারীতি টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।

চাঁদপুর সিভিল সার্জন কার্যলয়ের নিযন্ত্রণ কক্ষ আজ শুক্রবার ১৯ ফেব্রুয়ারি জানিয়েচছন।

চাঁদপুরে করোনা প্রতিরোধ টিকা কার্যক্রম প্রতিদিন সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের ব্যবস্থাপনার মধ্যে চলছে। ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশের ন্যায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় আইসোলেন ওয়ার্ডে সার্বিক টিকা দান কর্মসূচি সকাল ৯ টায় শুরু হয়ে বেলা ৩ টা পর্যন্ত চলে থাকে।

প্রতিদিন রেজিস্ট্রেশন ২৪ ঘন্টাই অনলাইনে সার্ভারে এসে যোগ হচ্ছে ।এদিকে বয়স্কদের অগ্রাধিকার দিতে স্বাস্থ্য বিভাগের নির্দেশ রয়েছে।

১৮ ফেব্রুয়ারি চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য মতে, চাঁদপুরে আজ পর্যন্ত মোট রেজিস্ট্রেশন প্রাপ্ত নারী-পুরুষের সংখ্যা ৩৬ হাজার ১শ’৫৪ জন ।

চাঁদপুরের ৮টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, জেলা পুলিশ ও অনুমোদিত বুথ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যাকসিন গ্রহণকারী নারা-পুরুষের সংখ্য ২৪ হাজার ৮শ ৮৩ জন।

কেবল মাত্র শুধুমাত্র বৃহস্পতিবার ৩ টা পর্যন্ত টিকা গ্রহণ করেছে ৩ হাজার ৫ শ ৬৭ জন । ৪০ বছর পার হওয়া বয়সের নারী-পুরুষগণ টিকা গ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশন করার সাথে সাথেও টিকা নেয়া হচ্ছে ।

দেশব্যাপি টিকা গ্রহণ তথ্য

সারাদেশে ১৮ লাখ ৪৮ হাজার ৩১৩ জন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো তথ্যে এ পরিসংখ্যান জানা গেছে। যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে ১২ লাখ ৩৩ হাজার ৬৫৫ জন পুরুষ এবং ৬ লাখ ১৪ হাজার ৬৫৮ জন নারী।

বিভাগভিত্তিক হিসাবে,ঢাকায় ৭৩ হাজার ৫১৪ জন, ময়মনসিংহে ১১ হাজার ৯০১ জন,চট্টগ্রামে ৫৪ হাজার ৭৮৮ জন,রাজশাহীতে ৩২ হাজার ২২৪ জন,রংপুরে ২৫ হাজার ৫৭৯ জন, খুলনায় ৩৪ হাজার ১৯৫ জন,বরিশালে ১৪ হাজার ৪৪৪ জন এবং সিলেটে ১৫ হাজার ৩০০ জন টিকা নিয়েছেন।

দেশে প্রথম করোনাভাইরাসের টিকা দেয়া শুরু হয় ২৭ জানুয়ারি। আজ দেশব্যাপি টিকা কার্যক্রমের ১১তম দিন শেষ হলো।

আবদুল গনি, ১৯ ফেব্রুয়ারি ২০২১

Share