চাঁদপুরে ১০ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিস্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অপরাধে চাঁদপুর সদর উপজেলা ও হাইমচর উপজেলার আওয়ামীলীগের ১০ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে সাময়িক বহিস্কার ও দলীয় পদ বাতিল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চাঁদপুর জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বহিস্কৃতরা হচ্ছেন: চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভুঁইয়া, শাহমাহমুদপুর ইউনিয়নের সহ-সভাপতি খন্দকার শহিদুল আলম, বাগাদী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ফারুক আহম্মেদ কাকন ও মানিক পাটওয়ারী, চান্দ্রা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুর রহমান বেপারী, রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা আব্দুর রাজ্জাক চোকদার ও আওয়ামীলীগ সদস্য মজিবুর রহমান মুজিব কাজী।

হাইমচর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোতালেব ভুঁইয়া, আওয়ামীলীগ নেতা মন্টু পেদা, চরভৈরবী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোস্তফা চোকদার।

চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী জানান, আগামী ৩১ মার্চ চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা পষিদ নির্বাচনে যারা আওয়ামীলীগের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদেরকে ১৯ মার্চ কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তের আলোকে বহিস্কার করা হয়েছে।

সিনিয়র করেসপন্ডেন্ট : আপডেট ৩:০০ এএম, ২৫ মার্চ ২০১৬, শুক্রবার

ডিএইচ

Share