১০ ইউপির নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনের মধ্যে দিয়ে চলছে প্রচারণা

আগামি ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে চাঁদপুর সদরের ১০টিসহ দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ১০ ইনিয়নে মোট প্রার্থী ৪০৮ জন প্রার্থী প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৪ জন, সাধারণ সদস্য পদে ২৯৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭৬ জন। আর দুটি ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইতিমধ্যেই বিনাপ্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের আচরণবিধি নিয়ে সরকারে কঠোর নির্দেশনা থাকলেও তা লঙ্ঘনের হিড়িক থেমে নেই। মিছিল-শোডাউন নিষিদ্ধ থাকলেও দ্বিতীয় ধাপের প্রার্থীরা প্রতীক পেয়ে মিছিল-শোডাউন করছে। দেয়ালে পোস্টার স্যাঁটানো নিয়ম না থাকলেও সেটি মানছেন না চেয়ারম্যান প্রার্থীরাও। খোদ ইউনিয়ন পরিষদ ভবনের দেয়ালেও বর্তমান চেয়ারম্যান প্রার্থীদের পোস্টার লাগানো দেখা গেছে। আবার কোন কোন ইউপিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

ইউনিয়ন পরিষদ ভনে চেয়ারম্যান প্রার্থীদের পোস্টার

জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন চাঁদপুর টাইমসকে জানান, ‘আমাদের নির্বাচনী প্রস্তুতি প্রায় সম্পন্ন। চাঁদপুরের ১০টি ইউনিয়নে মোট ১০৫ টি কেন্দ্র এবং ৫৭১ বুথ রয়েছে। এখনো পর্যন্ত প্রিসাইডিং অফিসার নিয়োগ দেয়া হয়নি। আগামি ৫/৬ তারিখের মধ্যে তাদের নিয়োগ দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

আরও পড়ুন… চাঁদপুর সদরে ১০ ইউনিয়নে ৪০৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনে প্রার্থীরা তাদের পোস্টার দঁড়িতে ঝুলাতে পারবেন। দেয়াল কিংবা কোথায় পোস্টার লাগানো যাবে না। উঠোন বৈঠক করা যাবে, তবে কোন শোডাউন কিংবা মিছিল করা যাবে না। কেউ আচরণবিধি না মানলে তাদের তথ্য পেলে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেয়া হবে।’

এ নির্বাচনকে ঘিরে উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। গত ২৭অক্টোবর প্রতীক পাওয়ার পর থেকেই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তারা ব্যাপক গণসংযোগ চালিয়ে ভোটারদেন নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। হাটে-ঘাটে, চা স্টলে চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরাও ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রার্থনা করছেন। সব মিলিয়ে চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নে প্রচার-প্রচারণায় অনেকটাই জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন।

অপরদিকে সাধারণ ভোটাররা জানান, ‘বিগত দিনে যারা এলাকায় উন্নয়ন করেছে এবং সুখে-দুঃখে যারা তাদের পাশে ছিল, তাদের তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। তবে এবছরও দেশের আরেকটি বড় রাজনীতিক দল বিএনপি ইউপি নির্বাচনে অংশ না নেয়ায় তাদের শিবিরে এ নির্বাচন নিয়ে খুব একটা উৎসাহ উদ্দীপনা দেখা যায়নি। যদিও চাঁদপুর সদরের ১০টি ইউনিয়নের বেশ ক’টিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলটির পদ পদবী ধারী অনেকেই অংশ নিয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চাঁদপুর সদরের ১০ ইনিয়নে মোট প্রার্থী ৪০৮ জন প্রার্থী প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩৪ জন, সাধারণ সদস্য পদে ২৯৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭৬ জন।

চাঁদপুরে ১০ ইউনিয়নের ভোটার ১ লাখ ৯৩ হাজার ৪শ’৯৯জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ১হাজার ৮৪ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৯২ হাজার ৪শ’ ৫১ জন।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১ নভেম্বর ২০২১

Share