চাঁদপুর হাইমচরে আলগী ছোটলক্ষীপুর গ্রামের উত্তর ইউনিয়নের আব্দুর রশিদ মোল্লা তার ক্রয়কৃত জমি দলিল চাওয়াতে বিক্রেতা রহমান মোল্লা সোমবার তাদের পরিবারের উপর অতর্কিত হামলা চালায়।
হামলায় ৩ জন আহত হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথমিক চিকিৎসা প্রধান করা হয়। আহতরা হলেন মোঃ আব্দুর রশিদ মোল্লা (৫০),হেলাল মোল্লা(৩০) ও রাকিব মোল্লা(২২)।
আব্দুর রশিদ মোল্লা তার ভাই রহমান মোল্লার কাছ থেকে ৮/১০ বছর পূর্বে জমি ক্রয় করে। ক্রয়কৃত জমি দলিল করে দেওয়ার বার বার তাগিদ দিলেও রহমান মোল্লা দেই দিচ্ছি বলে প্রতিশ্রুতি দিতে থাকেন।
এই নিয়ে এলাকায় দুই ভাইয়ের মধ্যে দ্বন্ধ বিরাজ করে আসছে। জমি দলিল করে দিতে চাওয়াতে রহমান মোল্লার লোকজন রশিদ মোল্লার লোকজন হামলা চালায়।
এ ব্যাপারে আব্দুর রশিদ মোল্লা বলেন, ‘আমার ভাইয়ের কাছ থেকে জমি ক্রয় করি। আমার ভাই বলে আমি জমির দলিল করার জন্য বহু বার চাপ দিলে দেই দিচ্ছি বলে প্রতিশ্রুতি দিতে থাকে। আমি জমি দলিল করে দিতে চাওয়াতে আমার ভাই আমাকে নানা ভাবে হুমকি দিচ্ছে।আমি আমার জমি দলিল পাওয়ার জন্য প্রশাসনের হস্তেক্ষেপ কামনা করছি।’
প্রতিবেদকঃ মোঃ ইসমাইল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur