চাঁদপুর

চাঁদপুরে ‘হোন্ডা’ মোটরসাইকেল শো-রুম উদ্বোধন

চাঁদপুরে বিশ্বের ১নং জাপানি মোটরসাইকেল ব্র্র্যান্ড ‘হোন্ডা’র ৫৩ তম শাখার শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে শহরের স্টেডিয়াম মার্কেটে উৎসব মূখর আয়োজনে ফাহাদ হোন্ডার শো-রুমটি শুভ উদ্বোধন করা হয়।

এ উপল মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এসময় হোন্ডা কোম্পানীর হেড অব সেলস্ মো. ইসমাইল ভূইয়া, হেড অব সার্ভিস শহীদুল ইসলাম, চাঁদপুর ইসলামী ব্যাংকের ম্যানেজার মো. আব্দুল আউয়াল, চাঁদ মোটরসের মালিক বিএম শাহজাহান, ব্যবসায়ী আবুল বারাকাত লিজন পাটওয়ারী, আলিফ ইব্রাহিম খুকু, নুরুল আমিন খান আকাশসহ বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান এবং আয়োজনের সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন হোন্ডা কোম্পানীর পরিবেশক ফাহাদ হোন্ডার মালিক মো. মাসুদ রানা।

দোয়া মোনাজাত পরিচালনা করেন কল্যান্দী মুন্সিবাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মো. শাহজালাল। মিলাদ ও দোয়া পূর্বে ফিতা কেটে শো-রুমের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ৩:১০ পিএম, ২৯ নভেম্বর ২০১৭, বুধবার
ডিএইচ

Share