চাঁদপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে জেলা বাজার উপদেষ্টা কমিটির জরুরিসভা বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মার্কেটিং অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, হোটেল রেস্তোঁরা স্টাফদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এপ্রোন পরে হোটেলগুলোতে ডিউটিতে অংশগ্রহণ করতে হবে। হোটেলগুলোতে রান্নাঘরসহ সকল স্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
তিনি ব্যবসায়ীদের উদ্দ্যেশে বলেন, ‘আপনাদের ব্যবসায়ী টাকা দিয়ে মানুষের সেবা দিতে হবে। বিশে^র বিভিন্ন দেশের ব্যবসায়ীরা সমাজ সেবায় দেশ উন্নয়নে ব্যাপক কাজ করে এগিয়ে এসেছে। তাই চাঁদপুরে ব্যবসায়ীরা সর্বক্ষেত্রে দেশ উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে। সকল পণ্য বিক্রয় প্রতিষ্ঠানের মূল্য তালিকা প্রণয়ন করতে হবে। গ্রাহকরা যেন কোনোভাবে হয়রানি না হয় সে দিকে সকলের লক্ষ্য রাখতে হবে। হোটেল, রেষ্টরেন্ট ধূমপান করা যাবে না।’
জেলা মার্কেটিং কর্মকর্তা এন.এম রেজাউল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মোঃ নুরুল হক, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম সারওয়ার কামাল, জেলা মৎস্য সফিকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক সহকারী কর্মকর্তা সুভাস চন্দ্র রায়, দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি এস.এম সফিকুল ইসলাম,জেলা বেকারী মালিক সমিতি সাধারণ সম্পাদক বি.এম হারুনুর রশিদ, জেলা রেস্তরা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ দেওয়ান, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ সভাপতি আবুল কালাম পাটওয়ারী, প্রমুখ।
আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট
: আপডেট ০৪:০০ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ