চাঁদপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটি অনুমোদিত
চাঁদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার এবং মহাসচিব এস. এন. তরুন দে স্বাক্ষরিত ২৫ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গত ৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়।
নতুন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চন্দন কুমার দত্ত এবং সদস্য সচিবের দায়িত্ব পেলেন সুকুমার রায়। এছাড়া সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্বপালন করবেন ভোলা নাথ সাহা।
কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন: লক্ষন ঘোষ, লিটন দাস, সুকুন দাস, গণেশ নন্দী, সুশীল মজুমদার, তাপস চন্দ্র মজুমদার এবং সুমন দেবনাথ। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন: তারক ভৌমিক, মীর সরকার, নিপু চক্রবর্তী, অমল চন্দ্র মজুমদার, সুকান্ত দে, প্রদীপ দে, স্বপণ চন্দ্র সরকার, মরু চন্দ্র দাশ, সুভাষ দাশ, প্রদীপ ঘোষ, লিটন চক্রবর্তী, জয়ন্তী রানী, নয়ন চৌধুরী, দিপক চন্দ্র মজুমদার এবং হৃদয় চন্দ্র শীল।
নতুন কমিটি স্থানীয় সম্প্রদায়ের কল্যাণমূলক কার্যক্রম, সামাজিক সেবা, শিক্ষা, সাংস্কৃতিক উন্নয়ন ও সম্প্রদায়ের ঐক্য বজায় রাখার জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।
কমিটির আহ্বায়ক চন্দন কুমার দত্ত ও সদস্য সচিব সুকুমার রায় জানান, আমরা আমাদের সম্প্রদায়ের উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কল্যাণকে প্রধান অগ্রাধিকার দিয়ে কাজ করব। সমাজের প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য কার্যকর উদ্যোগ নেব এবং সম্প্রদায়ের ঐক্য ও সংহতি বজায় রাখব। এই কমিটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কমিটির অনুমোদন স্থানীয় হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে আশা ও উৎসাহ সৃষ্টি করেছে। আশা করা হচ্ছে, এই নতুন কমিটি চাঁদপুরে সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডকে আরও সংগঠিত ও কার্যকরভাবে পরিচালনা করতে সক্ষম হবে।
প্রেস বিজ্ঞপ্তি/ ১০ সেপ্টেম্বর ২০২৫