চাঁদপুর

চাঁদপুরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বিশেষ প্রার্থনা

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও সহযোগিতায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট এর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, ‘আমরা যখন অন্যদেশে যাই তখন মনে হয় আমরা পরাধীন আর যখন নিজের মাতৃভূমি তথা বাংলাদেশের আসি তখন মনে হয় আমি স্বাধীন। আমার এ স্বাধীনতা পিছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তিনি যদি এ দেশ স্বাধীন না করতেন তা হলে আমরা এ স্বাধীনতা অনুভব করতে পারতাম না।’

তিনি আরো বলেন, ‘আমরা যখন জাতীয় পতাকার দিকে তাকাই তখন মনে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। বঙ্গবন্ধু জন্ম না হতো তাহলে এদেশ স্বাধীন। আসুন আমরা সকলে জঙ্গিবাদীর বিরুদ্ধে রুখে দাঁড়াই। সবাই নিজ নিজ ধর্ম পালন করে দেশ উন্নয়নে কাজ করি।’

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টটি নির্মল পালের সভাপতিত্বে ও মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রমে ফিল্ড সুপারভাইজার দুলাল বর্মণের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রফেসর রঞ্জিত কুমার বনিক, সদস্য সচিব রাধা গোবিন্দ ঘোষ, মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রমে সহকারী পরিচালক নিরুপম ধর, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত রায়, জন্মাষ্টমী উৎসবে সাধারণ সম্পাদক ব্রজ বল্লভ দাস, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদে সাধারণ সম্পাদক বিমল চৌধুরী প্রমুখ।

আনোয়ারুল হক : আপডেট, বাংলাদেশ সময় ১০:৩০ পিএম, ২৩ আগস্ট ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Share