চাঁদপুর

চাঁদপুরে হিজরী নববর্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁদপুরে এই প্রথম হিজরী নববর্ষ ১৪৩৭ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে চাঁদপুর স্টেডিয়ামের সামনে হামদ, নাত, গজল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

জুলফিকার হামদ, নাত ও গজল পরিবেশক দল চাঁদপুর জেলা শাখা এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর পর্যায়ক্রমে সংগঠনের শিল্পীরা একক এবং যৌথসংগীত পরিবেশন করে।

আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মাওলানা সাইফুদ্দিন খন্দকার।

সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক মাওলানা আব্দুর রহমান ও এসএম জাকিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্য একামেডীর মহা পরিচালক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর প্রতিদিনের প্রধান সম্পাদক জিএম শাহীন, চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. হিরণ বেপারী।

সভায় বক্তারা বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আমরা নিজেদের সংস্কৃতি ভুলে যেতে বসেছি। বাংলা ও ইংরেজি নববর্ষ পালন করলেও আরবি হিজরী নববর্ষ আনুষ্ঠানিকভাবে পালন করা হয় না। যার কারণে আমাদের নতুন প্রজন্ম এ বিষয়ে অজ্ঞ রয়ে যাচ্ছে। নতুন প্রজন্মকে ইসলামের সঠিক ইতিহাস জানানো এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সাংষ্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

||আপডেট: ০৫:১৯ পিএম,১৫ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার

 

এমএম এ/এমআরআর

Share