চাঁদপুরে হাসান আলী মাঠের সংস্কার কাজের অনুমোদন, শীঘ্রই বাস্তবায়ন
চাঁদপুর শহরের একমাত্র বিনোদন ও খেলাধুলার জন্য ব্যবহৃত হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠটি বর্তমানে শিক্ষার্থীদের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টি ও অপ্রয়োজনীয় কাজে ব্যবহৃত হওয়ায় মাঠটি এখন শিশু-কিশোরদের খেলাধুলার জন্য ব্যবহার উপযোগী নেই।
চাঁদপুর জেলা প্রশাসন এখন সাধারণ মানুষ এবং শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ ফিরিয়ে দিতে হাসান আলী উচ্চ বিদ্যালয়ের মাঠটির সংস্কার কাজের প্রকল্প অনুমোদন করেছে। আগামী শীঘ্রই এই সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সত্যি কথা বলতে, শহরের শিশু-কিশোরদের খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠের অভাব রয়েছে। এখন শহরে একটিই মাঠ আছে, যেখানে সর্বস্তরের শিশু-কিশোররা খেলাধুলা করে থাকে। তবে বর্তমান সময়ে বৈরি আবহাওয়া এবং রক্ষণাবেক্ষণের অভাবে এটি পুরোপুরি খেলাধুলার জন্য অনুপযোগী হয়ে পড়েছে।”
তিনি আরও বলেন, “শহরের সাধারণ মানুষ থেকে শুরু করে শিশু-কিশোরদের কথা চিন্তা করে আমরা মাঠটি সংস্কার করার জন্য একটি প্রকল্প হাতে নিয়েছি। ইতিমধ্যে এই সংস্কার কাজের জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ পেয়েছি। অতিশীঘ্রই এই কাজের বাস্তবায়ন শুরু হবে।
স্টাফ করেসপন্ডেট, ২৫ জুলাই ২০২৫