চাঁদপুর

চাঁদপুরে হরিণা-ভাটিয়ালপুর চৌরাস্তা সড়ক সংস্কার কাজ উদ্বোধন

চাঁদপুরে হরিণা ফেরীঘাট থেকে ভাটিয়ালপুল চৌরাস্তা পর্যন্ত ১১.২৯ কিঃ মিঃ দৈর্ঘের সড়কের পাকা করণ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ ডিসেম্বর) সকালে কাজের উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।

এ উপলক্ষে চান্দ্রা চৌরাস্তায় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ডা. দীপু মনি এমপি।

১২নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সায়েদ গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটয়ারী পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীহের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল হক মন্টু পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভুইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, সদর থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী প্রমুখ।

পরে ১১.২৯০ কিঃ মিঃ দৈর্ঘের সড়কের পাকা করণ উন্নয়ন কাজের উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়।

প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ২:১০ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৭, শুক্রবার
ডিএইচ

Share