Home / চাঁদপুর / চাঁদপুরে হরিজন সম্প্রদায়ের মাঝে ফ্ল্যাট হস্তান্তর
হরিজন

চাঁদপুরে হরিজন সম্প্রদায়ের মাঝে ফ্ল্যাট হস্তান্তর

চাঁদপুরে হরিজন সম্প্রদায়ের মাঝে নতুন তিনটি ভবনের মোট ১৩২টি ফ্ল্যাট হস্তান্তর করা হয়েছে। ৮ ডিসেম্বর সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার বিভাগের সচিব (LGD) মোঃ রেজাউল মাকসুদ জাহেদী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউএনডিপি বাংলাদেশ প্রতিনিধি স্টেফেন লীলার,ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডাউসন। অনুষ্ঠানে চাঁদপুর থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকার।

সভাপতিত্ব করেন মোঃ শামসুল ইসলাম যৌথ সচিব,স্থানীয় সরকার বিভাগ এবং জাতীয় প্রকল্প পরিচালক,LIUPCP। এসময় উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নজরুল ইসলাম,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা,

জেলা গনঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল,যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার এবং ইউকের অর্থায়নে নগর দরিদ্র সম্প্রদায়ের জীবনযাত্রার উন্নয়ন প্রকল্পের (LIUPCP ) আওতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এই প্রকপ্লে ৩ টি ভবনের মোট ১৩২ টি ফ্ল্যাট হস্তান্তর করা হয় । যার প্রতিটি ভবনে প্রায় ৪৪ টি ফ্ল্যাট রয়েছে।

স্টাফ করেসপন্ডেট/
৯ ডিসেম্বর ২০২৫