চাঁদপুর

চাঁদপুরে হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

চাঁদপুরে সফিক গাজী হত্যা মামলায় বুধবার (২৬ এপ্রিল ) দুপুরে ৫ জনকে যাবজ্জীবন কারাদ দেয় আদালত । জেলা ও দায়রা জজ সালেহউদ্দিন আহমদ এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার উত্তর বালিয়া এলাকার নাজির আহমেদ (৪৬), দেলোয়ার হোসেন মিজি (৫০), মজিবুর রহমান (৪২), বাবুল (৪৪) ও মজিব (৪৫)। এদের মধ্যে নাজির আহমেদ পলাতক রয়েছেন।তাছাড়া রায়ে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও ৬ জনকে খালাস দেয়া হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত পিপি সাইয়েদুল ইসলাম বাবু। মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের ওই আইনজীবী জানান, ‘ উপজেলার বালিয়া এলাকায় ইয়াকুব মিয়া ও দেলোয়ার মিজির মধ্যে দীর্ঘদিন সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল।

‘২০১১ সালের ২৩ ডিসেম্বর এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ড ও মারামারি হয়। পাশের রঘুনাথপুর গ্রামের খোকন গাজীর ছেলে সফিক গাজী তাদের থামাতে গিয়ে গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়।’

এ ঘটনায় সফিকের চাচাতো ভাই ফরিদ আহমেদ বাদী হয়ে ১১ জনকে আসামি করে মামলা করেন। ২০১২ সালের ২৮ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল বাতেন ভূঁইয়া আদালতে অভিযোগপত্র দেন।

করেসপন্ডেন্ট

আপডেট, বাংলাদেশ সময় ৫:২৫ পিএম, ২৬ এপ্রিল ২০১৭, বুধবার
এজি

Share