চাঁদপুর সদর শাহমাহমুদপুরে দু’সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আবদুল কুদ্দুছ এক আইনজীবী সহকারী শনিবার (২৯ সেপ্টেম্বর) নিহত হয়েছেন।
বিকাল সাড়ে ৫টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে শাহমাহমুদপুর জাফর বাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কতজন আহত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।
নিহত আব্দুল কুদ্দুছ হাজীগঞ্জ উপজেলার চিলাচোঁ গ্রামের শিলাবাড়ীর মৃত সৈয়দুর রহমানের ছেলে।
নিহতের ভাতিজা মামুন হোসেন মিজি বলেন, তার জেঠা আব্দুল কুদ্দুস মিজি চাঁদপুর জজ কোটে অ্যাড. শহিদুল্লাহ কাউসারের সহকারী ছিলেন। বিকেলে বলাখাল থেকে একটি সিএনজি স্কুটারে করে চাঁদপুরে আসার সময় শাহ মাহমুদপুর জাফর বাড়ি নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।’
নিহতের ছেলে খোরশেদ আলম বলেন, ‘দুপুরে তার পিতা বাড়ীতেই ছিলেন প্রয়োজনীয় কাজে চাঁদপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে ঘটনাস্থলে এসে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি উল্টে গুরুতর আহত হন। পরে ওই এলাকার কলেজ শিক্ষার্থী মেহেদী হাসান উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।’
হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
মাজহারুল ইসলাম অনিক ও কবির হোসেন মিজি
সেপেটম্বর ২৯,২০১৮