চাঁদপুর

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক :

জেলার মতলবে বিপ্লব সরকার (১৪) ও ধানুয়া পোদ্দার বাড়ির সামনে শিশু জুমা (৪) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। পৃথক সড়ক দুর্ঘটনায় জেলায় শনিবার তিনজনের মৃত্যু হয়েছে।

অটোবাইকের চালক হৃদয় (১২) জানায়, বিকেলে মতলব থেকে যাত্রী নিয়ে চাঁদপুরে আসছিল। মতলব উপজেলার নাগদায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি স্কুটারকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে অটোবাইকটি উল্টে যায়। এতে বাইকের নিচে চাপাপড়ে যাত্রী বিপ্লব মারা যায়।

এদিকে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের ধানুয়া পোদ্দার বাড়ির সামনে সন্ধ্যা সাড়ে ৬টায় জুমা নামে চার বছরের এক শিশু সিএনজিচালিত অটোরিকশার চাপায় গুরুতর আহত হয়। তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলায়েত হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম এনায়েত উদ্দিন পিপিএমজানান, পুলিশ লাশগুলো উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে নিহতদের আত্মীয়-স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত বিকেলে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের টেকনিক্যাল স্কুল সংলগ্ন সড়ক দুর্ঘটনায় বাসের চাপায় আয়শা আক্তার (৮) নামে শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বোগদাদ পরিবহনের বাসটিতে ব্যাপক ভাঙচুর চালায়। শিশুটি সদর উপজেলার রামপুর ইউনিয়নের দক্ষিণ আলগী গ্রামের হাফেজ নাছির উদ্দিনের মেয়ে।

Share