Thursday, May 07, 2015 08:58:45 PM
আশিক বিন রহিম :
চাঁদপুর শহরের বড়স্টেশনে বেপেরোয়া সিএনজির ধাক্কার ৫ যাত্রী নিয়ে পুকুরে পড়েছে অটোরিকশা। তবে ভাগ্যক্রমে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ৫ যাত্রী।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে শহরের বড় স্টেশন মোলহেড থেকে ২ নারীসহ ৫ যাত্রী নিয়ে একটি অটো রিক্সা কালিবাড়ি আসার সময় বিপরীত দিক থেকে বেপেরোয়া গতিতে আসা একটি সিএনজি (চাঁদপুর-থ ১১-৪১১৭) অটোরিকশাকে ধাক্কা দেয়। যাত্রী নিয়ে অটোরিকশাটি বাইতুল আমিন জামে মসজিদের পেছনের পুকুরে পড়ে যায়।
এ সময় চালক ওয়াহেদ উল্যাহ (৩০) আহত হলেও পুকুরে পানি কম থাকায় ভাগ্যক্রমে কোনো যাত্রী আহত হয়নি।
২ নারীসহ ৫ যাত্রী ভেজা শরীর নিয়ে নিজেরাই উঠে আসতে সক্ষম হয়। পরে বিক্ষুব্ধ জনতা ও অটোরিকশা যাত্রীরা সিএনজিটি ভাংচুর করে। তবে সিএনজিচালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
ফাইল ছবি।
চাঁদপুর টাইমস : এমআরআর/এবিআর/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন :