উপজেলা সংবাদ

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৩

আশিক বিন রহিম | আপডেট: ১০:৩৮ অপরাহ্ণ, ০৩ আগস্ট ২০১৫, সোমবার

চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছে।

সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলা থেকে সিএনজিযোগে চাঁদপুরে আসার পথে কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়ায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো, বড় সুন্দর দেবপুর এলাকার ুআবুল বাশারের ছেলে হুমায়ুন কবির,বাকিলা স্বর্ণা এলাকার মোহাম্মদের ছেলে হাশেম, হাজীগঞ্জ এলাকার দোয়ালিয়া এলাকার শাহআলমের ছেলে শামিম।
আহতরা জানায়, সোমবার সকালে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা থেকে ৫ জন যাত্রী সিএনজি যোগে চাঁদপুরে উদ্দ্যেশ্যে রওনা করে। এসময় সিএনজিটি মহামায়া ব্রীজের কাছে এলে হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি পিকআাপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে থাকা ৫ যাত্রীসহ সিএনজিটি উল্টে যায়।

এসময় ৫ জন যাত্রী’র মধ্যে ৩ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় আহতদেরকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share