Home / চাঁদপুর / চাঁদপুরে সড়কের পাশের অবৈধ ২ শতাধিক স্থাপনা উচ্ছেদ
সড়কের

চাঁদপুরে সড়কের পাশের অবৈধ ২ শতাধিক স্থাপনা উচ্ছেদ

চাঁদপুরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

১৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী সড়ক ও জনপথ চাঁদপুরের উদ্যোগে উচ্ছেদ অভিযানে পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত চক্রবর্তী।

শহরের ওয়ারলেছ মোড় থেকে শুরু করে বাবুরহাট বাজারের একাংশ প্রায় ২শতাধিক অবৈধভাবে গড়ে উঠা ব্যবসা ও অন্যান্য প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।

তবে বুধবার সড়ক ও জনপথ চাঁদপুরের উদ্যোগে মাইকিং করা হয়।

সড়ক ও জনপথ চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.আতিকুল্লাহ ভূঁইয়া চাঁদপুর টাইমসকে বলেন,বেশ কিছুদিন সময় নিয়ে আমরা অবৈধ স্থাপনার তালিকা করে আইনগত পক্রিয়া শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সময় দিয়েছেন। আজকে প্রায় ২শ’স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সড়কের পাশে জেলা পরিষদ এর স্থাপনায় কিছু মামলা থাকায় সেগুলো উচ্ছেদ করতে পারিনি।

পরবর্তীতে আদালত যখন রায় দিবে তখন সেগুলোও উচ্ছেদ করা হবে।

সড়কের

তিনি আরো বলেন,সড়ক ও জনপথ বিভাগের সড়কের দু’পাশে যে কোন অবৈধ স্থাপনা যে কোন সময় গড়ে উঠুক তা উচ্ছেদ করা যায়। এটার জন্য কোন নির্দিষ্ট সময় লাগে না। তবে আমরা চাঁদপুরে বাকী অবৈধ স্থাপনাগুলোর তালিকা তৈরী করছি। পরবর্তীতে সেগুলোও উচ্ছেদ করা হবে।

উচ্ছেদ অভিযানে সড়ক ও জননথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোশারফ হোসেন, উপ সহকারী প্রকৌশলী মারুফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও চাঁদপুর মডেল থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট,১৫ এপ্রিল ২০২১